« নীড়পাতা

ওপারে ভাসালে ভেলা


পশ্চিমা জীবনের অসম্ভব গতির বড়াই নিয়ে যারা উচ্ছ্বসিত আমাকে তারা ভীষন হতাশ করেছে।

আমার কাছে তো পশ্চিমের জীবন দেখে মনে হয়েছে স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডোর নিশ্চল মঞ্চ। এখানে কিছুই ঘটে না। একটা জীবন থেকে অন্য একটা জীবনকে আলাদা করা বড় কঠিন। এখানে প্রতিদিন যা কিছু ঘটে তা দিয়ে ঘটনার বর্ণনা হতে পারে কিন্ত ঘটনাগুলো জোড়া লাগালে তা কাহিনী হয়ে ওঠে না। কিংবা হয়তোবা উপন্যাস লেখা আমার কর্ম নয়; চেষ্টা করলে হয়তো ছোট গল্প হতে পারতো।

কিংবা আমরা যারা বিচ্ছিন্ন সময়ের অভিঘাতে বেড়ে উঠেছি তাদের লেখা ক্রমাগত বিচূর্ণী ভাবনার লেখা হয়ে উঠবে।

প্রাজ্ঞ সাহিত্য রসিকেরা বলবেন কিসসু হয়নি। অথচ সাম্য আহমেদ সেটা ছাপলেন। কারণ গত বইমেলায় নাকি কয়েকজন বন্ধু এসে আমার নতুন বইয়ের খোঁজ করেছেন। তাদের জন্যই লিখলাম, ওপারে ভাসালে ভেলা।

-লিখেছেন : মাসকাওয়াথ আহসান


ওপারে ভাসালে ভেলা : পাঠক-প্রতিক্রিয়া - মারুফ তুষার

"ওপারে ভাসালে ভেলা" বইটির পিডিএফ ভার্সন এখানে